নারী দিবস উপলক্ষে রোববার তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার


প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৪ মার্চ ২০১৭

তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং তাদের আগ্রহী করে তুলতে একটি সেমিনার আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর ইএমকে সেন্টারে আগামীকাল (রোববার) বিকেল সাড়ে ৫টায় সেমিনারটি অনুষ্ঠিত হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০ জন নারী শিক্ষার্থীর অংশগ্রহণে সেমিনারটিতে `মিসিংডটারে`র কার্যক্রমের সফলতাসহ আগামীদিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

নারী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং জনপ্রিয় করা ও তাদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ানো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের মেয়েদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে বিডিওএসএন ২০১৬ সাল থেকে `মিসিংডটার` কার্যক্রমের আওতায় প্রায় তিন হাজারেরও বেশি শিক্ষার্থীকে আইটি এবং প্রোগ্রামিং ট্রেনিংয়ের পাশাপাশি তাদের পেশাগত উন্নয়নের দিকনির্দেশনা দিয়ে আসছে।

এএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।