রমজানে গুগল টুইটারের আয়োজন


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০২ জুলাই ২০১৪

রমজান উপলক্ষে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবং খুদে ব্লগ লেখার সাইট টুইটার বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে গুগল রমজান উপলক্ষে বিশেষ একটি পাতা (www.google.com/ramadan) তৈরি করেছে। কাস্টমাইজডভাবে তৈরি এ পাতায় চাইলে একই সঙ্গে সারা বিশ্বের মুসলমানরা রমজানের নানা ধরনের খবর পাবেন। কীভাবে বন্ধু কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন, রমজান উপলক্ষে নানা ধরনের ভিডিও কীভাবে ইউটিউবে পাওয়া যাবে, পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি চ্যাট কিংবা ভিডিও চ্যাট (হ্যাংআউটের মাধ্যমে) করা, রমজানের সময় নানা ধরনের খাবার কীভাবে রান্না করতে হবে—এমন নানা বিষয় এ পাতা থেকে জানা যাবে। নির্দিষ্ট দেশ থেকে এ পাতায় গেলে শুরুতেই লোকেশন নির্বাচন করে দিতে হয়। এর পরেই পাওয়া যাবে উক্ত দেশের নির্দিষ্ট শহরের বিস্তারিত, সূর্যদয় ও সূর্যাস্তের সময়, ইফতারের সময় ইত্যাদি।

পুরো পাতাটি কয়েকটি বিষয় নিয়ে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে একই সঙ্গে পরিকল্পনা, একই সঙ্গে যুক্ত থাকা, সেহরি ও ইফতার একই সঙ্গে করা এবং সব শেষে একই সঙ্গে উপভোগ করার বিষয়টি। এ ছাড়া গুগলের রিমাইন্ডার অ্যাপ ‘গুগল কিপ’-এর (www.google.com/keep) সাহায্যে প্রয়োজনীয় বিষয়গুলো মনে রাখা এবং রমজানের সময় নানা বিষয় নিয়ে #ShareRamadan হ্যাসট্যাগ ব্যবহার করার বিষয়টিও রয়েছে গুগলের তৈরি বিশেষ এ পাতায়। এক কথায় রমজানের নানা বিষয় নিয়ে যুক্ত থাকতে পারবেন গুগলের এ সেবায় যে কেউ। সব শেষে রয়েছে রমজান উপলক্ষে বিভিন্ন অ্যাপস, ওয়ালপেপার, হালাল খাদ্যের রেসিপি, সালাদ ইত্যাদি বিষয়ক অ্যাপের বিস্তারিত।

এ ছাড়া টুইটারে রমজান উপলক্ষে যুক্ত হয়েছে হ্যাশফ্ল্যাগ। রমজান ও ঈদ উপলক্ষে এই হ্যাশফ্ল্যাগ চিহ্ন ব্যবহার করে #Ramadan বা #Eid টুইট করলেই এ-সংক্রান্ত বিশেষ ছবি উক্ত টুইটের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আইকন হিসেবে বিশেষ করে অর্ধেক চাঁদ ও আরবি লিপি স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হয়ে যাবে। এর ফলে সহজে হ্যাসট্যাগের মাধ্যমে পুরো রমজান মাসের ক্যালেন্ডার, ইফতার, সেহরি ইত্যাদির সময়সূচি জানতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।