চুরি ঠেকাতে অ্যান্ড্রয়েডে স্মার্ট লক ফিচার


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ০৭ এপ্রিল ২০১৫

বহুল ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইসের জন্য ‘স্মার্ট লক’ ফিচার এনেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি গুগল। ব্যবহারকারী ডিভাইস হাত থেকে নামিয়ে রাখলেই অ্যক্সেলেরোমিটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেবে এ ফিচার। খবর সিনেট।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ফিচারটিকে বলা হচ্ছে ‘অন-বডি ডিটেকশন’। মোবাইল ডিভাইস চুরি ঠেকাতে এ ফিচার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ফিচারের কারণে ডিভাইস মালিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা আরো কঠিন হবে দুর্বৃত্তদের জন্য।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।