ময়মনসিংহে গুগল ম্যাপ কর্মশালা


প্রকাশিত: ১১:০২ এএম, ০৪ এপ্রিল ২০১৫

ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির ময়মনসিংহের জেলা প্রধান পাভেল সারওয়ার এর আয়োজনে ময়মনসিংহে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাপিং কর্মশালা। “ম্যাপিং ময়মনসিংহ” নামে এই কর্মশালাটি আগামী ১৭ এপ্রিল ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কর্মশালায় যোগ দিচ্ছেন গুগল ম্যাপ মেকার এর রিজিওনাল এক্সপার্ট ও  ম্যাপিং বাংলাদেশ কমিউনিটির চিফ এক্সিকিউটিভ ম্যানেজার হাসান শাহেদ ও ম্যাপিং বাংলাদেশের জি আই এস এক্সপার্ট হেদায়েতুর রহমান।

এ বিষয়ে পাভেল সারওয়ার  জানান, বাংলাদেশে অনেকদিন থেকেই নতুন ম্যাপার আসছে না। এতে করে বিভিন্ন নতুন এলাকাগুলোর হালনাগাদ তথ্যও ম্যাপে যোগ করা হচ্ছে না। তাই তারা এবার নতুন ম্যাপার বাড়াতে সিদ্ধান্ত নিয়েছেন।

এই ইভেন্টে সার্বিক সহযোগীতায় আছেন ময়মনসিংহ ফিল্ম এন্ড ফটোগ্রাফিক সোসাইটি, আভান্তি রেস্টুরেন্ট, কোডেক্স সফটওয়্যার সলিউশান লিঃ ও নিউজ আওয়ার।

কর্মশালার সকল হালনাগাদ তথ্য পাওয়া  যাবে www.facebook.com/events/743633409088091/ এই লিঙ্কে।

এছাড়া এই অনুষ্ঠানে যোগ দিতে goo.gl/forms/mvirdEzeKI এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনের পর কর্মশালার তারিখ, সময় ও স্থান জানিয়ে সবার কাছে একটি কনফার্মেশন ই-মেইল যাবে।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।