পর্যটকদের নিরাপত্তায় মোবাইল অ্যাপস
পর্যটকদের নিরাপত্তার জন্য বাংলাদেশে এই প্রথমবারের মতো বিশেষ অ্যাপস চালু হয়েছে। ভ্রমণকারীদের বিভিন্ন স্পটে সকল প্রকার নিরাপত্তা বিষয়ক সাহায্য সহযোগিতার জন্য ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ নিয়ে এসেছে অ্যান্ড্রোয়েড মোবাইল অ্যাপস ‘হ্যালো ট্যুরিস্ট’।
জানা যায়, এই অ্যাপসের মাধ্যমে নানান ধরনের সুবিধা পাওয়া যাবে। এগুলো হলো- ট্যুরিস্ট পুলিশদের সিনিয়র অফিসারদের ফোন নম্বর, সকল অপারেশনাল ইউনিট এর নম্বর, তাদের আওতাধীন ট্যুরিস্ট স্পটগুলোর তালিকা,
পুলিশের সকল অফিসের ম্যাপ লোকেশন এবং তাৎক্ষণিকভাবে ছবি তুলে বা কল করে অভিযোগ জানানো।
এছাড়া ভ্রমণকারীদের মতামতের উপর ফিডব্যাক নিয়ে অ্যাপসটির আরো আপডেটেড ভার্সন বের করা হবে। অ্যাপসটি তৈরি করেছেন নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্র শাকিল আহমেদ।
এইচএস/এআরএস/এমএস