আত্মহত্যা আটকাবে ফেসবুক


প্রকাশিত: ০৫:০৫ পিএম, ৩০ মার্চ ২০১৫

এবার আত্মহত্যা রুখবে ফেসবুক। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি ব্যবহারকারীর আত্মহত্যার প্রবনতা কমাতে নয়া ‘টুলস’ আনা হচ্ছে বলে শনিবার ফেসবুকের তরফে জানানো হয়েছে।

এব্যাপারে তারা কাজও শুরু করেছে বলে ফেসবুকের এক কর্তাব্যক্তি জানিয়েছেন। তিনি জানান, তাদের নয়া এই উদ্যোগটি প্রায় শেষের দিকে, আগামী মাসেই তারা পরীক্ষামূলক ভাবে অস্ট্রেলিয়াতে এই নয়া পরিষেবা চালু করতে পারে।

পাশাপাশি ফেসবুকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিকল্পনা সফল হলে খুব তাড়াতাড়ি বিশ্বের অন্যান্য দেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা চালু করা হবে৷তবে এটি কিভাবে কাজ করবে তা ফেসবুকের তরফে জানানো হয় নি।

প্রসঙ্গত, ব্যবহারকারীর নিরিখে অনেকদিন আগেই বিশ্বে ১০০ কোটির গণ্ডি পার করেছে ফেসবুক। তাদের নয়া এই পরিষেবা ফেসবুকের জনপ্রিয়তাকে যে আরও কয়েকগুন বাড়াবে তাতে কোন সন্দেহ নেই।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।