স্মার্ট ছাতা জানাবে আবহাওয়ার পূর্বাভাস
রোদ-বৃষ্টির দিনে ছাতার প্রয়োজন কোনোভাবেই অস্বীকার করা যায় না। তবে সারাক্ষণ হাতে বা ব্যাগে ছাতা নিয়ে ঘোরাটাও বেশ কষ্টের ব্যাপার। তবে যদি রাস্তায় বের হওয়ার কয়েকদিন আগে থেকেই পূর্বাভাস জানা যায়, সে ক্ষেত্রে কষ্ট অনেকটাই কমে যাবে।
কিসা তৈরি করেছে এমন একটি স্মার্ট ছাতা যা আপনাকে পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাবে, সেই সাথে এই ছাতা হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ এর সাথে রয়েছে একটি ব্লুটুথ চিপ যা যুক্ত থাকবে আপনার স্মার্টফোনের সাথে।
৭৩ ডলারের এই ছাতায় থাকবে একটি বাতি। কোথাও ছাতা ফেলে গেলে বাতিটি জ্বলে উঠেবে এবং আপনার স্মার্টফোনে সেই সংকেত পৌঁছে যাবে। বাতিটি জ্বলবে ব্যাটারির সাহায্যে, টানা ছয়মাস কাজ করবে এর ব্যাটারি।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছাতাটিকে বৃষ্টি এবং ঝড়ো বাতাস প্রতিরোধে মজবুত করে তৈরি করা হয়েছে। কিসার প্রকৌশলীরা ঘণ্টায় ১২০ মাইল দমকা বাতাসে ছাতাটি পরীক্ষা করে দেখেছেন এটি মোটেই ভাঙার বা মচকানোর পাত্র নয়। ছাতা হারিয়ে গেলে সেটি কোথায় আছে, সেটা খুঁজে বের করার জন্য স্মার্টফোনে আপনাকে একটি ট্র্যাকিং ম্যাপ পাঠাবে স্মার্ট ছাতা।
ছাতাটির নকশা করেছেন গোরান ক্যানডরলিক। তিনি বলেন, ‘একবার টানা দুই সপ্তাহের বৃষ্টিতে ঘরে আটকা পড়েছিলাম। তখন আমার বন্ধু ফোন করে বলেছিল আমাদের ছাতার কারখানা দেওয়া উচিত। আমি বলেছিলাম, ছাতার সাথে একটা চিপ যোগ করে দিতে হবে, যাতে ছাতা আর না হারায়।’
ছাতা তৈরির ব্যাপারে গোরান বলেন, ‘আমরা প্রথমে একটা ফ্যাক্টরি খুঁজে বের করলাম, যারা খুব মজবুত ছাতা তৈরি করে। সেখান থেকেই আমরা আমাদের নকশামতো চিপ লাগানো যায় এমন ছাতা তৈরি করলাম। যুক্তরাষ্ট্রে প্রতিবছর তিন কোটি ছাতা বিক্রি হয়। আমরা ছাতার সেই বড় বাজারটাই ধরতে চাইছিলাম, তাই এর সাথে প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়েছি। আমরা এমন ছাতা বানাতে চেয়েছি- যেটা অনেকদিন টিকবে।’
এআরএস/আরআইপি