টুজি ও থ্রিজি তরঙ্গ নিলামের তারিখ পরিবর্তন


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ৩০ মার্চ ২০১৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) টুজি ও থ্রিজির তরঙ্গ নিলামের জন্য নতুন তারিখ ঘোষণা করেছে। নতুন তারিখ অনুযায়ী নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২০ মে, আগে যা ছিল ৩০ এপ্রিল। বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক এমএ তালেব হোসেনের সই করা এক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্দেশনায় নিলামের তারিখ পেছানোর কারণ হিসেবে বলা হয়েছে, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলামপ্রক্রিয়া কার্যকরভাবে সম্পন্ন করতে এবং সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে নিলামে সবার অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তরঙ্গ নিলাম পেছানোর আবেদন জানিয়ে ২২ মার্চ চার বেসরকারি মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল দ্বিতীয় দফায় সরকারকে চিঠি দেয়। চিঠিতে সিম প্রতিস্থাপন করসংক্রান্ত ঝামেলাসহ ঝুলে থাকা আরও কয়েকটি সমস্যার সমাধান হলে নিলামে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের আগ্রহ প্রকাশ করে চার অপারেটর। মূলত অপারেটরদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই বিটিআরসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রে জানা গেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, তরঙ্গ নিলামপ্রক্রিয়ার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল। নিলামে অংশ নেওয়ার জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা প্রকাশিত হবে ২১ এপ্রিল। আর নিলাম অনুষ্ঠিত হবে ২০ মে। ওই দিনই নিলামে বিজয়ী আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।