আইফোন বিক্রিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে অ্যাপল


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

আইফোন বিক্রিতে রেকর্ড গড়েছে মার্কিন বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট কোম্পানি অ্যাপল। আইফোন বিক্রি থেকে রাজস্ব  আয় আগের সব ধরনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এ প্রতিষ্ঠান।

অ্যাপল কর্তৃপক্ষ বলছে, গত বছর বাজারে আইফোন-৭ এর ব্যাপক চাহিদা ছিল। ফলে আইফোন বিক্রিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গত বছর অ্যাপলের রাজস্ব আয় ৭৮.৪ বিলিয়ন ডলার হয়েছে। আগের বছর আইফোন বিক্রি থেকে অ্যাপলের রাজস্ব আয় হয়েছিল ৭৫.৯ বিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট কোম্পানি গত বছরের শেষ ত্রৈমাসিক রাজস্ব আয়ের বিস্তারিত তথ্য মঙ্গলবার প্রকাশ করেছে। অ্যাপল বলছে, ত্রৈমাসিক হিসেবে গত প্রান্তিকে সর্বোচ্চ ৭ কোটি ৮৩ লাখ আইফোন বিক্রি হয়েছে। গত বছর একই প্রান্তিকের চেয়ে ফোন বিক্রির বেড়েছে ৫ শতাংশের বেশি।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্ট্রাটেজি অ্যানালিটিকসের তথ্য বলছে, গত বছর শেষ তিন মাসে স্মার্টফোন বিক্রিতে স্যামসাংকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে অ্যাপল।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেছেন, আমরা এ প্রতিবেদন প্রকাশ করতে পেয়ে রোমাঞ্চিত হয়েছি যে, এ যাবৎকালের মধ্যে আমাদের অবকাশকালীন গত ত্রৈমাসিক রাজস্ব আয়ে অ্যাপল শীর্ষস্থানে রয়েছে এবং অতীতের অনেক রেকর্ড ভেঙেছে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।