ব্যাটারির কারণেই স্যামসাং নোট সেভেনে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ১১:২০ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন কোম্পানি স্যামসাং এক তদন্তের পর স্বীকার করেছে যে, ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণেই গ্যালাক্সি নোট সেভেন মডেলের ফোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে স্যামসাং কর্তৃপক্ষ বলছে, ফোনের সফটওয়ার বা হার্ডওয়ার নয় বরং ব্যাটারি গরম হয়ে যাওয়ার কারণে তাতে আগুন ধরে যাচ্ছিল।

ব্যাটারির ডিজাইন এবং নির্মাণেই মূল সমস্যা ছিল। কোম্পানিটি ঘোষণা দিয়ে এ ভুলের দায় স্বীকার করে বলছে, ব্যাটারি নির্মাতার বিরুদ্ধে তারা কোনো আইনি ব্যবস্থা নেবে না।

এই ফোনের ব্যাটারি নির্মাতা স্যামসাং-এর মালিকানাধীন একটি কোম্পানি স্যামসাং এসডিআই এবং চীনা নির্মাতা এমপেরেক্স টেকনোলজি। গত বছর আগস্টের শেষ দিকে স্যামসাং-এর স্মার্টফোন গ্যালাক্সি নোট সেভেন বাজারে আসার পর বেশ জনপ্রিয় হয়েছিল কাস্টমারদের কাছে।

সেসময় বলা হয়, এটি বাজারের সেরা অ্যান্ড্রয়েড ফোন এবং আই-ফোনের প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাজারে ছাড়ার পরপরই এই ফোনে আগুন ধরে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটে।

মোবাইল ফোন পকেটে থাকা অবস্থায় আগুন লাগার ঘটনা স্বভাবতই বেশ উদ্বিগ্ন করে তোলে ব্যবহারকারীদের। বেশ কয়েকটি ঘটনার পর কোম্পানিটি এর বিক্রি বন্ধ করার ঘোষণা দেয় এবং বিশ্ব বাজার থেকে ২৫ লাখ ফোন প্রত্যাহার করে নেয়।

এতে করে ৫০০ কোটি ডলারের লোকসান হয়েছে দক্ষিণ কোরিয়ার এই মোবাইল ফোন নির্মাতা কোম্পানির।

ফোনটিতে আগুন ধরে যাওয়ার পর মার্কিন অ্যাভিয়েশন অথরিটি এবং বেশ কয়েকটি বিমান কোম্পানি এই মডেলের সেট নিয়ে বিমানে ওঠা নিষিদ্ধ করে দেয়। বিবিসি বাংলা।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।