পুরোনো স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

পুরোনো বেশকিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ করে দেয়া হয়েছে। অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম চালিত বা তারও আগের অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

নতুন বছরের শুরুতেই এ সেবা বন্ধ করলো হোয়াটসঅ্যাপ। তবে এ পদক্ষেপের ফলে সমালোচনায় পড়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।  

হোয়াটসঅ্যাপ সমর্থন পেইজের তথ্য অনুযায়ী, এরই মধ্যে কয়েকটি প্লাটফর্মের পুরোনো ডিভাইসের জন্য সমর্থন বন্ধ করা হয়েছে। আগামী ৩০ জুনের পর আর কোনোভাবেই পুরোনো স্মার্টফোন ও অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসের জন্য সমর্থন বাড়ানো হবে না।

ধারণা করা হচ্ছে, ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করা ও গ্রাহক নিরাপত্তা জোরদারে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সূত্র : গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি

জেডএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।