বিশ্ববাজারে কমছে অ্যাপেল টিভির দাম


প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৩ মার্চ ২০১৫

সোমবারই অ্যাপেলের তরফে তাদের স্মার্টওয়াচ আনার কথা ঘোষণা করা হয়েছে৷ আগামী মাসের ১০ তারিখ তারা তাদের এই স্মার্টওয়াচ বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতের বাজারেও আনছে৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তারা ভারতের বাজারে তদের টিভির দাম একধাক্কায়  কয়েক হাজার টাকা কমিয়ে দিল৷

এখন থেকে মাত্র ৫ হাজার ৯০০ টাকাতেই অ্যাপেল টিভি কিনতে পারবেন ভারতের গ্রাহকরা৷ শুধুমাত্র ভারতের বাজারেই নয়, বিদেশের বাজারেও এই অ্যাপেল টিভির দাম কমিয়েছে এই বহুজাতিক সংস্থাটি৷

কী এই অ্যাপেল টিভি?
একটি বক্স৷ যার সাহায্যে আপনি আপনার টিভিতে ইউটিউব দেখার সুবিধা পান৷এই বক্সের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ৷

প্রসঙ্গত, কিছু দিন আগেই বাজেটে শুল্ক বাড়ার জেরে অ্যাপেল ভারতের বাজারে তাদের স্মার্টফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়৷

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।