সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত ছবিগুলো


প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১২ মার্চ ২০১৫

কত ছবিই না আসে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সব ছবি কি আর `লাইক` ও `কমেন্ট`-এ ভরপুর হয়ে ওঠে। কিন্তু কিছু ছবি আসলেই মানুষের নজর কাড়ে। এখানে দেখে নিন এমনই কিছু ছবি। এই ছবিগুলো সোশাল মিডিয়ার সবচেয়ে আলোচিত ছবি হিসাবে চিহ্নিত হয়েছে।

১. এই ছবিটি পোস্ট করেছেন গায়ক ম্যাট রজারস। শিরোনামে লিখা ছিলো, `কর্তব্য পালনে যেতে  এই বাবাকে তার সদ্যজাত কন্যাকে বিদায় জানাতে হচ্ছে`। ছবিটি ১৬ লাখ ১২ হাজার ২৮টি লাইক ও ৪৯ হাজার ৩১৩টি কমেন্ট পেয়েছে।

২. ওবামা পরিবারের নতুন পোট্রেট` শিরোনামে ছবিটিতে লাইক পড়েছে ১৮ লাখ ২১ হাজার ৬৭৩টি। কমেন্ট এসেছে ৭৫ হাজার ৫৫৮টি।

৩. পো জাস্টিস এই ছবিটি পোস্ট করেছে। ছবিতে লিখা ছিলো, `গত ৬ বছর ধরে প্রতিদিন রাতে ক্যাপ্টেন নামের এক জার্মান শেফার্ড কুকুর তার মৃত মনিবের কবরে শুয়ে থাকে`। ছবিটি লাইক পেয়েছে ১৪ লাখ ৮০ হাজার ৮১২টি। এতে কমেন্ট পড়েছে ৭৭ হাজার ৭৮০টি।

৪. মাত্র ৫ বছরের একটি শিশু অ্যাডালিয়া রোজ। `প্রোজেরিয়া` নামের বিরল রোগে আক্রান্ত সে। এর কারণে তার চেহারায় খুব দ্রুত বয়সের ছাপ চলে এসেছে। মায়ের সঙ্গে ছবি তুলে সে লিখেছে, `আমি আর আমার মা এখন জমজ`। ছবিটি লাইক পেয়েছে ২২ লাক ৬২ হাজার ৭৯২টি। কমেন্ট এসেছে ৫৪ হাজার ৬৫৪টি।

৫. বারাক ওবামা একটি ছবিতে লিখেছেন `ধন্যবাদ`। এতে ২০ লাখ ৯৩ হাজার ৪৪১টি লাইক এবং ৮৪ হাজার ৬৬৯টি কমেন্ট এসেছে।


৬. দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ার কয়েক ঘণ্টা পর স্ত্রী মিশেলকে জড়িয়ে ধরেছেন ওবামা। ছবিটি ফেসবুকে ছড়ালে তা ৪৪ লাখ ৩৯ হাজার ৭৫৬টি লাইক ও ২ লাখ ১৫ হাজার ৫১০টি লাইক পেয়েছে। সূত্র : ইন্ডিয়া টাইমস

আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।