ফেসবুক থেকে `ফিলিং ফ্যাট` ইমোজি সরিয়ে ফেলার সিদ্ধান্ত


প্রকাশিত: ০৩:০১ এএম, ১২ মার্চ ২০১৫

স্ট্যাটাস আপডেট অপশন থেকে `ফিলিং ফ্যাট` স্ট্যাটাস এবং  ইমোজি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। এক ফেসবুক ব্যবহারকারী অনলাইনে এটি পিটিশন করেন। সেখানে বলা হয় ফেবুকের এই অপশনের মাধ্যমে মানুষের দৈহিক আকার নিয়ে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলা হয়েছে। এর পরই সংশ্লিষ্ট স্ট্যাটাস এবং ইমোজির ছবি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

`এনডেঞ্জারড বডিস` নামের একটি ফেসবুক দল ফেসবুকের বিরুদ্ধে একটি অনলাইন পিটিশন তুলে দেয়। সেখানে ১৪ হাজার ফেসবুক ব্যবহারকারী স্বাক্ষর করেছেন।

ফেসবুকের স্ট্যাটাস আপডেটের ডাউন ড্রপ তালিকায় `ফিলিং ফ্যাট` ছাড়াও আরো বেশ কয়েকটি স্ট্যাটাস রয়েছে। অভিযোগ উত্থাপনকারী দলের মতে, যখনই মানুষ এই স্ট্যাটাসটি দিচ্ছেন, তখনই মোটা মানুষদের নিয়ে মজা করা হচ্ছে। এতে স্থূলকায় মানুষদের মনে যেকোনো ধরনের প্রভাব ফেলতে পারে।

মতামতে জানানো হয়, মোটা বোধ করা কোনো অনুভূতি হতে পারে না। কাজেই এ বিষয়টি একেবারে ফালতু। স্থূলতা দেহের প্রাকৃতিক অবস্থা। যারা মোটা তাদের প্রতি অন্যের শ্রদ্ধাবোধ থাকা উচিত। কাজেই এটাকে নিয়ে কৌতুক করার কিছু নেই। সূত্র : জি নিউজ

আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।