সাতক্ষীরায় আইটি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা সম্পন্ন


প্রকাশিত: ০৬:১১ এএম, ১১ মার্চ ২০১৫

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের অধীনে ১৫ দিনের বেসিক আইসিটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছে বাংলানেট টেকনোলজিস লিমিটেড।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দেশব্যাপী আইটি প্রশিক্ষণের অংশ হিসেবে এই প্রশিক্ষণ দেয়া হয়। আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় গত ১৮ই ফেব্রুয়ারি হতে কলারোয়ার কেঁড়াগাছি ও সোনাবাড়িয়া ইউনিয়নে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রত্যেক ইউনিয়নের ২০ জন করে মোট ৪০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

১৫ দিনের বেসিক আইসিটি প্রশিক্ষণ শেষে ৭ই মার্চ বিকেলে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারি শিক্ষার্থীদের মধ্যে কোর্স কমপ্লিটের সার্টিফিকেট ও ভাতা প্রাদান করা হয়।

সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে বাংলানেট টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান জোবায়ের আলমাহমুদ হোসেন উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ভাতা প্রাদন করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যাপক হারুন আর রশিদ।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।