অ্যাপেলের স্মার্ট ঘড়ি


প্রকাশিত: ০৫:৪২ এএম, ১০ মার্চ ২০১৫

সোমবার আত্মপ্রকাশ করল অ্যাপেলের স্মার্ট ঘড়ি। হলুদ ও গোলাপি সোনালি মডেলের এই ঘড়ির দাম  সর্বোচ্চ ১০লক্ষ ৬৭ হাজার ৯০টাকা পর্যন্ত হবে। কিন্তু টিম কুকের এই স্বপ্নের প্রোডাক্ট কি সত্যিই সাফল্যের নয়া নজির কায়েম করতে পারবে? ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন বহু বিনিয়োগকারী।

স্টিভ জোব পরবর্তী জমানায় টিম কুক অ্যাপেলের দায়িত্ব নেওয়ার পরে অ্যাপেলের এই বহু চর্চিত প্রোডাক্ট আগামী ২৪ এপ্রিল থেকে অ্যাপেল স্টোরে পাওয়া যাবে। ১০ এপ্রিল থেকেই অবশ্য অর্ডার নেওয়া শুরু হয়ে যাবে।

অ্যাপেল ওয়াচের মাধ্যমে ছবি, হাতে আঁকা ছবির সঙ্গে হার্টবিটও সেন্ড করা যাবে! এই ঘড়িতে কী কী ইনবিল্ড অ্যাপস থাকছে তা নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। তবে এই অ্যাপগুলির মধে `কিলের অ্যাপ` কতগুলো থাকবে, যার হাত ধরে এই ঘড়ি তুমুল জনপ্রিয়তা লাভ করবে, সে বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।

``আমার মনে হয় অ্যাপেল যাই তৈরি করুক না কেন, তাই কেনার নেশা যাদের মধ্যে রয়েছে তারা এই ঘড়ি কিনবেন। কিন্তু সেই নিশ মার্কেটের বাইরে এই ঘড়ি কতটা সবার মন জয় করতে পারবে সে বিষয়ে আমার সন্দেহ আছে।`` বলেছেন সিনোভাস ট্রাস্ট কোম্পানির সিনিয়র পোর্টফোলিও ম্যানেজর ড্যানিয়েল মর্গান।

অ্যাপেল ওয়াচের ৩৮ এমএম মডেলের দাম পড়েবে প্রায় ২২ হাজার টাকার মত। স্ট্যান্ডার্ড ভার্সানের দাম শুরু হবে প্রায় সাড়ে ৩৪ হাজার টাকা থেকে। হাই এন্ড এডিশন এর দাম শুরু হবে ৬ লক্ষ টাকা থেকে। সব কটি মডেলরই ডিজিটাল ফেস। থাকবে গুচ্ছ গুচ্ছ অ্যাপ।

আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।