বিস্ময়কর এবং নজরকাড়া স্মার্টফোন


প্রকাশিত: ০৬:২৪ এএম, ০৮ মার্চ ২০১৫

বার্সেলোনায় চলমান `ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস`-এ দেখা মিললো এ বছরের সবচেয়ে ক্লাসিক স্মার্টফোনের। সি-নেট এর বিশেষজ্ঞদের দৃষ্টিতে এটিই সবচেয়ে বিস্ময়কর এবং নজরকাড়া ফোন।

smartphone
`মনোহম` এর ডিজাইনকৃত স্মার্টফোনটি ছবিতেই দেখতে পাচ্ছেন। পকেটে হাত ঢুকিয়ে ঘড়ির মতো যন্ত্রটি বের করুন আর ফোন করুন। অ্যাপল এবং সনির যৌথ উদ্যোগে `মনোহম` তৈরি হয়েছে। গোলাকার নজর কাড়া ফোনটি স্মার্টফোনের ধারণাটিই বদলে দিয়েছে ।তবে মোবাইলটি প্রোটোটাইপ, এর পর্দা কম রেজ্যুলেশনের। মূল যন্ত্র যখন বানানো হবে তখন তাতে ২৪৪ পিপিআই পর্দা থাকবে। এর পর্দাটি গোলাকার। চারকোণ পর্দাকে ফ্রেম দিয়ে গোলাকার দেখানো হয়নি। অপারেটিং সিস্টেম ফায়ার ফক্স।

পেছনের কেসটি কাঠের চেহারা দেওয়া হয়েছে। কাঠের বিভিন্ন নকশার মাধ্যমে নানা ডিজাইন আসবে বাজারে। রংয়ে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে। তবে একটি জাপানিজ সংস্করণ থাকবে যেখানে পেছনের কেস-এ বাঁশের চেহারা ব্যবহার করা হবে। এর রং থাকবে গ্লসি।
এ বছরের শেষ নাগাদ বাজারে বিক্রি শুরু হবে মোবাইলটি। এর দাম পড়বে প্রায় ৬০০ মার্কিন ডলারের কাছাকাছি। এর স্পেশিফিকেশনের অন্যান্য তথ্য এখনো প্রকাশ পায়নি। সূত্র : সি-নেট

আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।