নকিয়ার ১১০০ মডেলে অ্যান্ড্রয়েড ললিপপ
ফিনল্যান্ডভিত্তিক নকিয়ার তৈরি ফিচার ফোনগুলোর মধ্যে অন্যতম নকিয়া ১১০০। বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত ফিচার ফোন হিসেবে এ ডিভাইসটিই বিবেচিত হয়। এক সময়ের জনপ্রিয় সেলফোনটিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বে। বাজারে উন্মোচনের প্রায় ১২ বছর পর নকিয়ার এ মডেল নিয়ে নতুন করে আলোচনা শুরুর মূল কারণ হলো, নকিয়া ১১০০ মডেলে আসছে গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। এছাড়া ডিভাইসটিতে থাকবে কোয়াড-কোর প্রসেসর। খবর এনডিটিভি।
অবশ্য প্রযুক্তি বিশ্লেষকরা এ সংবাদের বিষয়ে ভিন্ন ধারণা পোষণ করেছেন। তাদের মতে, এক সময়ের জনপ্রিয় এবং বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত ১১০০ মডেলের নাম ব্যবহার করে নতুন স্মার্টফোন বাজারে আনতে পারে নকিয়া। যাতে কোয়াড-কোর প্রসেসরের পাশাপাশি ললিপপ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে।
নকিয়া পাওয়ার ইউজার নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সর্বপ্রথম নকিয়া ১১০০ মডেলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি কোয়াড-কোর প্রসেসর ব্যবহারের তথ্য প্রকাশ করে। সাইটটির সংশ্লিষ্টদের দাবি, সম্প্রতি ওই ফোনটি বেঞ্চমার্ক তালিকায় দেখা গেছে। গিকবেঞ্চ ব্রাউজার বেঞ্চমার্কের ওই ফলাফলে নকিয়ার এ মডেল ঘিরে বিস্তারিত তথ্য পাওয়া যায়। প্রদর্শিত ফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর ও ৫১২ মেগাবাইট র্যাম যুক্ত রয়েছে। তবে নতুন এ আপডেটগুলো নকিয়ার পুরনো ডিভাইসটিতেই আসবে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
যদি নকিয়া ১১০০ মডেলের ফিচার ফোনটির কথা বলা হয়, তবে তাতে অ্যান্ড্রয়েড ললিপপ যুক্ত করার কথা অবিশ্বাস্য। আগামী বছর নাগাদ ফোনটি বাজারে আনতে পারে ফিনল্যান্ডভিত্তিক নকিয়া।
এআরএস/এমএস