বাড়ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা


প্রকাশিত: ১১:০৫ এএম, ০৮ ডিসেম্বর ২০১৬

বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের কারণে হঠাৎ করেই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কমলেও এখন বাড়ছে। সিম বাতিল হওয়া,  অনেকে সময়মতো রেজিস্ট্রেশন করতে না পারায় ব্যবহারকারীর সংখ্যা কমে আসে।

চলতি বছরের জানুয়ারিতে ১৩ কোটির বেশি গ্রাহক থাকলেও আগস্টে তা ১১ কোটি ৭৭ লাখ ৫৮ হাজারে নেমে আসে। তবে সেপ্টেম্বর থেকে মোবাইলের গ্রাহক সংখ্যা বাড়তে শুরু করেছে।

আগস্টের তুলনায় সেপ্টেম্বরে গ্রাহক বেড়েছে ১৩ লাখ ২৯ হাজার। সেপ্টেম্বর শেষে মোবাইল গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৮৭ হাজার।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সেপ্টেম্বর মাসে দেশে মোট মোবাইল সাবস্ক্রাইবারের সংখ্যা প্রকাশ করেছে।

বিটিআরসির প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৫০ লাখ ১৫ হাজার, বাংলালিংকের ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার, রবির ২ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার, এয়ারটেলের ৭৭ লাখ ৭৮ হাজার, টেলিটকের ২৯ লাখ ৮৯ হাজার।
তবে সেসময় বন্ধ থাকা সিটিসেলের গ্রাহকের তথ্য প্রকাশ করেনি বিটিআরসি।

আরএম/জেডএ/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।