ইন্টারনেটে যুক্ত হবে ৫ হাজার কোটি ডিভাইস
গ্রাহক চাহিদার কারণে ইন্টারনেটসংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। উন্নত সব সেবা গ্রাহকের ইন্টারনেট ব্যবহারে আরো আগ্রহী করে তুলছে। ফলে বাড়ছে ইন্টারনেটসংশ্লিষ্ট ডিভাইসের ব্যবহার। আগামী ১০ বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের সংখ্যা পাঁচ হাজার কোটি ইউনিট ছাড়াবে। সম্প্রতি বিজনেস টেক এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর রয়টার্স।
স্মার্টফোন ও ট্যাবলেটের মতো মোবাইল ডিভাইসের পাশাপাশি ফিটনেস ট্র্যাকার, পরিধেয় প্রযুক্তি পণ্যসহ অন্যান্য ইন্টারনেটসংশ্লিষ্ট ডিভাইসের (ইন্টারনেট অব থিংস) ব্যবহার বাড়ছে। বাড়ি-ঘরের প্রয়োজনীয় অনেক ডিভাইস এখন ইন্টারনেট সংযুক্ত। স্মার্ট টেলিভিশন থেকে শুরু করে ঘরের তাপমাত্রা মাপার যন্ত্রেও এখন ইন্টারনেট সংযোগ রয়েছে। আর এ ব্যবহার দিন দিন বাড়ছে।
ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাপস ও ডিভাইসেরও উন্নয়ন হচ্ছে। এতে গ্রাহক এখন তার অনেক সমস্যার সমাধানই ইন্টারনেট সংযুক্ত ডিভাইসগুলোর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাচ্ছেন। নেস্ট লার্নিং থার্মোস্ট্যাট এ ধরনেরই একটি ডিভাইস। এটি নির্দিষ্ট সময় পর ব্যবহারকারীর অভ্যাস ও দৈনিক রুটিন সম্পর্কে জানতে পারে। ডিভাইসটি নিজে থেকেই ঘরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে। মূলত ব্যবহারকারী কোন তাপমাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার সঙ্গে সঙ্গতি রেখেই সেবা সরবরাহ করে ডিভাইসটি। এ ধরনের হাজারো ডিভাইস রয়েছে, যেগুলো গ্রাহকের নিয়মিতই প্রয়োজন। আর এ প্রয়োজনীয় ডিভাইসগুলোই ইন্টারনেটের প্রতি গ্রাহকের আগ্রহ বাড়াচ্ছে।
ইন্টারনেট সংযুক্ত ডিভাইসগুলোয় আন্তঃসংযোগের পরিমাণও বাড়ছে। গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান নেস্ট ল্যাবস জানায়, তাদের প্রতি ১০ জনের একজন গ্রাহক নেস্ট লার্নিং থার্মোস্ট্যাট বা স্মোক অ্যালার্ম নেস্ট প্রটেক্টের সঙ্গে অন্যান্য ডিভাইসের সংযোগ দেন। যেমন-নেস্ট লার্নিং থার্মোস্ট্যাট মার্সিডিজ বেঞ্জ গাড়ির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এর মাধ্যমে গ্রাহক ঘর থেকে কখন বের হলেন বা বাড়িতে আসছেন কিনা সে তথ্য জানতে পারে। আর সে অনুযায়ী ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ডিভাইসটি। আর নেস্ট প্রটেক্ট ডিভাইসটি মোবাইল ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা সম্ভব। এতে ঘরে কেউ না থাকলে বা আগুনজনিত কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে ব্যবহারকারী দূরে থেকেও তা জানতে পারবেন।
এআরএস/এমএস