চোখ ধাঁধানো গুগলের নতুন হেডকোয়ার্টার (ভিডিও)
সার্চ জায়ান্ট গুগল ইন্টারনেটের জগৎ ছেড়ে ছড়িয়ে পড়ছে মোবাইল ফোন ও স্বয়ংক্রিয় গাড়ির জগতে। এবার তারা উন্মোচন করল নতুন হেডকোয়ার্টারের পরিকল্পনা। এতে থাকছে চোখ ধাঁধানো নানা ব্যবস্থা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ম্যাশেবল।
শুক্রবার টেক জায়ান্ট উচ্চাভিলাষী এ পরিকল্পনা প্রকাশ করে। ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে থাকা গুগলের বর্তমান হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে যাওয়া হবে ৫০০ একরের এ নতুন হেডকোয়ার্টারে। হেডকোয়ার্টারটি কেমন হবে, সে বিষয়ে ২২৫ পৃষ্ঠার দলিলও প্রকাশ করেছে গুগল। আড়াই মিলিয়ন বর্গফুটের নতুন ‘ক্যাম্পাস’টির পরিকল্পনা করেছেন ড্যানিশ স্থপতি বিজারকে ইঙ্গেলসের নেতৃত্বাধীন একটি দল।
মজার ব্যাপার হলো, গুগলের নতুন এ স্থাপনা হতে যাচ্ছে কর্পোরেট দুনিয়ার জন্য এক অনুসরণীয় বিষয়। কারণ এতে থাকছে কাঁচের বিশাল ছাউনির ব্যবস্থা, যা অনেকটা তাবুর মতো করেই স্থাপিত হবে।
পরিকল্পনা অনুযায়ী, ভবনগুলোর দেয়াল, ফ্লোর, ও সিলিং প্রয়োজনমতো সরিয়ে স্থাপন করার ব্যবস্থাও থাকবে। গুগলের পরিকল্পিত আধুনিক প্রযুক্তির এ ধরনের ভবন বর্তমানে কোথাও নেই। তবে গুগল এ ভবন নির্মাণে সক্ষম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
গুগল ছাড়াও সিলিকন ভ্যালির বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রতি উচ্চাভিলাষী হেডকোয়ার্টার নির্মাণের ঘোষণা দিয়েছে। অপর শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল মহাকাশযানের আদলে হেডকোয়ার্টার নির্মাণ করছে, যার কাজ ২০১৬ সালে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
আরআইপি