ব্যক্তিগত গাড়িতে সেবা দিতে পারবে না উবার : বিআরটিএ


প্রকাশিত: ০৪:১৫ এএম, ৩০ নভেম্বর ২০১৬

ব্যক্তিগত গাড়ি দিয়ে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবার ঢাকায় তাদের সেবা দিতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে বাণিজ্যিকভাবে নিবন্ধিত গাড়ি দিয়ে উবারের ট্যাক্সি সেবায় আপত্তি নেই বিআরটিএ’র।

মঙ্গলবার বিআরটিএ’র চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে উবারের তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, প্রাইভেট কার ব্যবহার করে উবার তাদের সেবা দিতে পারবে না। তবে বাণিজ্যিকভাবে নিবন্ধিত গাড়ি দিয়ে তারা সেবা দিতে পারবে। বাণিজ্যক গাড়ি ব্যবহার করে সেবা প্রদান আমাদের দেশের প্রচলিত আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

নজরুল ইসলাম আরো বলেন, বিদ্যমান আইন সংশোধনের আগে উবার ব্যক্তিগত গাড়ির মাধ্যমে তাদের ট্যাক্সি সেবা দিতে পারবে না। তারপরেও যদি তারা দেয় তবে সেটি অবৈধ হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অনলাইনভিত্তক পরিবহন সেবাদাতা নেটওয়ার্ক উবার গত মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকায় তাদের সেবা চালু করে। কিন্তু চালুর তিন দিনের মাথায় শুক্রবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে উবারকে ঢাকায় অবৈধ ঘোষণা করে বিআরটিএ। অবৈধ ঘোষণার পরও উবারের সেবা চলছে ঢাকায়।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।