৪০ শতাংশ মানুষ কখনই ইন্টারনেট ব্যবহার করেনি


প্রকাশিত: ০৪:০২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

মোবাইল ডিভাইসের সহজলভ্যতার কারণে ইন্টারনেট এখন সবার হাতের নাগালে পৌঁছেছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্বব্যাপী ৪০ শতাংশ মানুষ কখনই ইন্টারনেট ব্যবহার করেননি। সম্প্রতি শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক জরিপ প্রতিবেদনে এমন তথ্যই বেরিয়ে আসে। খবর পিটিআই।

ফেসবুক ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে জরিপটি পরিচালনা করে। ইন্টারনেট ডট অর্গ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং আরো সাতটি মোবাইল ফোন কোম্পানির একটি যৌথ উদ্যোগ। এর মাধ্যমে বিশ্বের প্রতিটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে এবং সুবিধা বঞ্চিত অঞ্চলগুলোয় সাশ্রয়ী মূল্যে সংশ্লিষ্ট সেবা সরবরাহে কাজ করছে ফেসবুক।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী ৩০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে। এ সংখ্যা উল্লেখ করার মতো। কিন্তু একই সঙ্গে এটাও বলা হয় যে, ৪০ শতাংশ মানুষ এখনো ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয়। বর্তমানে উন্নত বিশ্বের প্রায় ৭৬ শতাংশ মানুষ ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রয়েছে। পক্ষান্তরে উন্নয়নশীল বিশ্বে এ সংখ্যা মাত্র ২৯ দশমিক ৮ শতাংশ। এছাড়া গত বছর ইন্টারনেট ব্যবহারকারীর প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬ শতাংশ। কিন্তু বর্তমানে প্রবৃদ্ধি কমতে শুরু করায় ২০১৯ সালের আগে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪০০ কোটির ঘরে পৌঁছবে না বলে ফেসবুকের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মানুষকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করতে প্রতিবেদনে প্রযুক্তি কোম্পানি, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। প্রতিবেদনে তিনটি বিষয়কে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইন্টারনেটে সংযুক্ত না হওয়ার জন্য দায়ী করা হয়। এ বিষয়গুলো হলো-অবকাঠামোগত ঘাটতি, অর্থ ব্যয়ের সামর্থ্য না থাকা এবং বিভিন্ন অঞ্চলের মানুষের নিজ ভাষায় প্রাসঙ্গিক তথ্য-উপাত্তের ঘাটতি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।