সাতক্ষীরায় আইটি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের অধীনে আইসিটি প্রশিক্ষণ শুরু করেছে বাংলানেট টেকনোলজিস লিমিটেড।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দেশব্যাপী আইটি প্রশিক্ষণের অংশ হিসেবে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কলারোয়ার কেঁড়াগাছি ও সোনাবাড়িয়া ইউনিয়নে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়।
বুধবার ১৫ দিন ব্যপি এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব নাজমুল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা অনুপ কুমার তালুকদার ও উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান ভুট্টো লাল গইন, আরো উপস্থিত ছিলেন বাংলানেট টেকনোলজিস এর চেয়ারম্যান জোবায়ের আল মাহমুদ ।
প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পে সফলভাবে প্রশিক্ষণ শেষ করে বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পাবেন প্রশিক্ষণার্থীরা এবং দেশের অর্থনীতিতে ভুমিকা রাখতে সক্ষম হবে।
তিনি বলেন, আইসিটি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে সরকার বিভিন্ন ধরণের কর্মকাণ্ড হাতে নিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্যপ্রযুক্তি খাতকে বিকশিত করার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছে। কারণ প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও উন্নয়ন সম্ভব নয়।
উদ্বোধনী প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায়ে কলারোয়া, কেঁড়াগাছি ও সোনাবাড়িয়া ইউনিয়নের ৪০ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।
এআরএস/আরআইপি