ইউরোপে অ্যাপলের দু`টি ডাটা সেন্টার চালু


প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

ইউরোপে দুটি নতুন ডাটা সেন্টার চালুর ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। আয়ারল্যান্ড ও ডেনমার্কে ডাটা সেন্টার দুটি প্রতিষ্ঠান ও পরিচালনে তারা ১৭০ কোটি ইউরো বিনিয়োগ করবে। ডাটা সেন্টারগুলোর মাধ্যমে ইউরোপজুড়ে আইটিউনস স্টোর, অ্যাপ স্টোর, আইমেসেজ, ম্যাপস ও সিরির মতো সেবা সরবরাহের পরিকল্পনার কথা জানায় বাজারমূল্যে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য ডাটা সেন্টার ব্যবসার গুরুত্ব বাড়ছে। এ কারণে প্রতিষ্ঠানগুলো খাতটিতে বিনিয়োগের পরিমাণও বাড়াচ্ছে। ইউরোপের মতো অঞ্চলে ডাটা সেন্টার প্রতিষ্ঠা মার্কিন প্রতিষ্ঠানটির মুনাফার ধারা আরো বেগবান করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বড় পরিসরে ইউরোপের বাজারে ডাটা সেন্টার ব্যবসা অঞ্চলটিতে অ্যাপলের অনলাইনভিত্তিক সেবার প্রসারেও ইতিবাচক প্রভাব রাখবে। নতুন ডাটা সেন্টারের বিষয়ে অ্যাপল জানায়, প্রতিটি ১ লাখ ৬৬ হাজার বর্গমিটারের ডাটা সেন্টার দুটি ২০১৭ সালেই কার্যকর হবে।

অ্যাপলের অন্যান্য ডাটা সেন্টারের মতো নতুন দুটিও নবায়ানযোগ্য জ্বালানিতে পরিচালিত হবে। আর প্রথম দিন থেকেই এ ব্যবস্থা কার্যকর করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। ভবিষ্যতে নবায়ণযোগ্য জ্বালানি সরবরাহ বাড়াতে তারা স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও যোগাযোগ করবে। বাতাস বা অন্য কোনো ব্যবস্থায় অ্যাপল যাতে তাদের ডাটা সেন্টার দুটি ভবিষ্যতেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় পরিচালনা করতে পারে, সেদিকে মনোনিবেশ করছে মার্কিন প্রতিষ্ঠানটি।

নতুন বিনিয়োগের বিষয়ে অ্যাপলপ্রধান টিম কুক বলেন, ‘ ইউরোপে অ্যাপলের ক্রমবর্ধমান সাফল্যে আমরা আনন্দিত। নতুন ডাটা সেন্টার স্থাপন এখন পর্যন্ত ইউরোপের বাজারে অ্যাপলের সবচেয়ে বড় বিনিয়োগ। পরিবেশবান্ধব উপায়ে ইউরোপে ব্যবসা সম্প্রসারণে আমরা সন্তুষ্ট। নতুন বিনিয়োগ স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলে অ্যাপল সেবার প্রসারে ভূমিকা রাখবে।’

অ্যাপলের দাবি অনুযায়ী, তারা মোট ৬ লাখ ৭২ হাজার ইউরোপের নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে; যার মধ্যে আইওএস অ্যাপের উন্নয়ন প্রকল্পে সরাসরি জড়িত রয়েছেন ৫ লাখ ৩০ হাজার জন। ২০০৮ সালে অ্যাপ স্টোর উদ্বোধনের পর ইউরোপের অ্যাপ ডেভেলপাররা ৬৬০ কোটি ইউরো আয় করতে সক্ষম হয়েছেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।