ঢাকায় উবার ট্যাক্সি সেবা


প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২২ নভেম্বর ২০১৬

ট্যাক্সি ডাকার জনপ্রিয় মোবাইল অ্যাপলিকেশন উবার এখন বাংলাদেশেও সেবা দিচ্ছে। বাংলাদেশে উবারের ব্যবসায়িক অংশীদার হিসেবে থাকছে গ্রামীণফোন। নির্ভরযোগ্য, নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে ট্যাক্সি সেবা দিতে ঢাকায় এ কার্যক্রম শুরু করেছে উবার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, “স্মার্ট শহরগুলো ডিজিটাল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। ঢাকায় উবার-এর যাত্রা আমাদের এই ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি সত্যিই আনন্দিত। পাশাপাশি মাত্র একটি বাটন চেপেই উবার আমাদের দৈনন্দিন পরিবহন ব্যবস্থা আরো সহজ করে তুলবে। সর্বোপরি উবার বাংলাদেশের অর্থনীতিতে একটি অভাবনীয় সম্ভাবনার সূচনা ঘটাবে।”

উবারের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অমিত জেইন বলেন, “উবার খুব সাধারণ একটি লক্ষ্য নিয়ে তার যাত্রা শুরু করে যা হলো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শহরগুলোতে যানজট এবং দূষণ কমানোর পাশাপাশি যাতায়াত ব্যবস্থা সহজ করে তোলা। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তির শক্তিকে চালক, যাত্রী এবং শহরের সুবিধার্থে কাজে লাগাবার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত।”

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনের সঙ্গে উবারের পার্টনারশিপ আমাদের গ্রাহকদের জন্য উবারের উদ্ভাবনী সেবা গ্রহণকে আরো সহজ করে তুলবে। আমাদের বিশ্বাস এই পার্টনারশিপ গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলে একটি অন্যতম সংযোজন।”

যেভাবে পাওয়া যাব উবারের সেবা:
অ্যাপেল স্টোর বা গুগল প্লে থেকে উবার ডাউনলোড করতে হবে। মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে সাইন আপ করে ‘রিকয়েস্ট এ রাইড’ অপশনে ক্লিক করতে হবে। এরপর কয়েক মিনিটের মধ্যেই ড্রাইভার এসে হাজির হবে।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।