ফেব্রুয়ারিতেই আসতে পারে নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোন
সারাবিশ্বের নোকিয়াপ্রেমীদেরই অপেক্ষা কোম্পানিটি কবে আবার স্মার্টফোনে ফিরবে। বারবার গুজব ছড়ায় এ বছরই ফিরবে নোকিয়া। কিন্তু বছর শেষ হয়ে এলেও তার কোনো লক্ষণ দেখা গেলো না। একরকমের বাধ্য হয়েই সবার চোখ এখন সামনের বছরে।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কোম্পানিটির চলতি বছরের ক্যাপিটাল মার্কেট ডে থেকে এ তথ্য পাওয়া গেছে যে, ২০১৭ সালেই আবার স্মার্টফোন নিয়ে ফিরবে নোকিয়া।
তবে ‘নোকিয়া’ নামটি ব্যবহার করে এসব স্মার্টফোন বাজারে এলেও ফোনগুলো নোকিয়ার তৈরি হবে না। এইচএমডি গ্লোবাল নামে একটি কোম্পানি নোকিয়ার হয়ে আগামী ১০ বছর ফোন তৈরি করবে।
আগামী বছর নোকিয়ার যেসব স্মার্টফোন বাজারে আসবে, তার প্রথমটি হতে পারে নোকিয়া ডিওয়ানসি। সূত্র : এনডিটিভি
এনএফ/এনএইচ/এমএস