হ্যাক হচ্ছে সিম কার্ড


প্রকাশিত: ০১:০২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৫

মোবাইলে গোপন নজরদারি বাড়াতে সিম কার্ড হ্যাক করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। এডওয়ার্ড স্নোডেনের বরাত দিয়ে ‘দ্য ইন্টারসেপ্ট’ এই তথ্য জানিয়েছে।

দ্য ইন্টারসেপ্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডাচ কোম্পানি ‘জিমালতো’ হ্যাক করে কোড চুরি করেছে গোয়েন্দারা।

জিমালতো বলেছে, স্নোডেনের এই অভিযোগ তারা গুরুত্বের সঙ্গে দেখছে। কোম্পানিটি ৮৫টি দেশে সিম তৈরি করে এবং তাদের ৪০টি সিম উৎপাদনকারী কারখানা রয়েছে।

দ্য ইন্টারসেপ্ট বলছে, বিশ্বের বিভিন্ন সেলুলার নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবস্থায় নজরদারি করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা এই হ্যাকিং আক্রমণ চালিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেদারল্যান্ডভিত্তিক এই সিম কোম্পানিটির গ্রাহকদের মধ্যে এটিঅ্যান্ডটি, টি-মোবাইল, ভেরিজন এবং স্প্রিন্টের পাশাপাশি বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরা রয়েছে।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।