এবার আইফোন ৭ প্লাসে বিস্ফোরণ


প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭-এর পর এবারে আইফোন ৭ প্লাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চীনের ইউনান প্রদেশে এক ব্যক্তির হাত থেকে দুর্ঘটনাবশত মাটিতে পড়ার পর ওই আইফোনে অাগুন লাগে। গিজমোচায়না নামের একটি ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গিজমোচায়না বলছে, এ ঘটনায় ফোনটির ডিসপ্লে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনার সময় ফোনটি কেঁপে উঠেছিল এবং দ্রুত ধোঁয়া উড়তে থাকে। তবে তথ্যপ্রযুক্তি জায়ান্ট অ্যাপল কর্তৃপক্ষ নতুন আইফোন বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য করেনি।

চলতি বছরে চীনে এই বিস্ফোরণ নিয়ে চতুর্থবারের মতো আইফোন বিস্ফোরণের ঘটনা ঘটলো। এর আগে, গত অক্টোবরে অস্ট্রেলিয়ার এক সার্ফারের নতুন আইফোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তার গাড়িও পুড়ে যায়।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।