টাইটানে সাবমেরিন পাঠাবে নাসা
শনি গ্রহের চাঁদ টাইটানে সাবমেরিন পাঠানোর পরিকল্পনা করছে নাসা। এই তথ্য প্রকাশ করেছে ডিসকভারি নিউজ।
শনির উপগ্রহ টাইটানের বিস্ময়কর সাগর তলদেশের রহস্য উদঘাটনে এই সাবমেরিন পাঠাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। ক্র্যাকেন মেয়ার নামে টাইটানের সবচেয়ে বড় সাগরে সাবমেরিনটি পাঠানো হবে।
সাগরের নিচে ৯০ দিনে ২ হাজার কিলোমিটার ভ্রমণ করবে এই ডুবোজাহাজটি। সৌর জগতে টাইটানই একমাত্র গ্রহ যেখানে পৃথিবীর মত বায়ুমণ্ডল পাওয়া গেছে। পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকলেও টাইটানের বায়ুমণ্ডলে মিথেন চক্র ঘটে। যা তরল অবস্থায় সাগরের মত রূপ নিয়েছে।
এআরএস/এমএস