মহাকাশ থেকে ফেসবুক লাইভ


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৬ অক্টোবর ২০১৬

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফেসবুকে লাইভ সরাসরি সম্প্রচারের বিষয়টি ভুয়া বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এর আগে নাসা স্টেশন (আইএসএস) থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ফেসবুক ফ্যান পেইজে মহাকাশ নিয়ে লাইভ দেখানো হচ্ছে বলে খবর রটে।

গত দুদিন ধরে মহাকাশ নিয়ে এসব ফেসবুক পেইজের লাইভ আজ ভাইরাল হয়ে যায়। এরপরেই নাসার মুখপাত্র এসব ভিডিওকে ভুয়া হিসেবে অভিহিত করে।

নাসার ওই মুখপাত্রের বরাত দিয়ে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে লাইভ স্ট্রিমিং-ভিডিওগুলোর ভুয়ার বিষয়ে নিশ্চিত করা হয়।

ম্যাশেবলের এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৩ সালে ধারণ করা মহাকাশের একটি ভিডিও থেকে লাইভ স্ট্রিমিং করছিল ইউএসএ ভাইরাল, ইউনিল্যাড, ইন্টারেস্টিনেট নামের কয়েকটি ফেসবুক ফ্যান পেইজ।

ভিডিওগুলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে লাইভের কথা বলা হলেও নাসার অফিসিয়াল ওয়েবসাইট কিংবা ফেসবুক পেইজে লাইভ স্ট্রিমিং দেখাচ্ছিল না।

দেখুন এই লিঙ্কে...

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।