ডিজিটাল ওয়ার্ল্ডে শেষদিন তারুণ্যের ঢল


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৫

`ফিউচার ইজ হিয়ার` স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ তথ্যপ্রযুক্তি মেলার শেষ দিন মেলা প্রাঙ্গনে তরুণদের ঢল নেমেছে। বৃহস্পতিবার মেলায় প্রবেশে ইচ্ছুক দর্শনার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। তথ্যপ্রযুক্তি ভিত্তিক কোনো আয়োজনে এমন দর্শক আগ্রহ এর আগে কমই দেখা গেছে।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা উপস্থাপনে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ শীর্ষক এ আয়োজনে রয়েছে চারটি পৃথক মেলা। এর মধ্যে রয়েছে বেসিস সফট এক্সপো, ই-গভর্নেন্স এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো এবং ই-কমার্স এক্সপো। পাশপাশি ই-কমার্স জোন, বিপিও ফোরাম, ডেভেলপারস ফোরাম, আইটি ক্যারিয়ার কনফারেন্স এবং আউটসোর্সিং ফোরামের মতো নানা উদ্ভাবনী উদ্যোগের পসরা নিয়ে হাজির থাকছে তরুণ প্রযুক্তিবিদরা। শেষদিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

ডিজিটাল বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলো কতটুকু এগিয়েছে তার প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে মেলার ই-গভর্নেন্স এক্সপোতে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের সেবা প্রদর্শন করছে এই এক্সপোতে।

মেলা সম্পর্কে বেসিস সভাপতি শামীম আহসান জানান, প্রথম দিন থেকে মেলায় তরুণ প্রজেক্টের প্রতিনিধিদের যে ঢল নেমেছে তা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। মেলায় আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ হাসান জাগোনিউজকে জানায়, নতুন প্রযুক্তির প্রতি আগ্রহ সবসময় বেশি থাকে। দেশে এত বড় একটি প্রযুক্তি মেলা হচ্ছে আর সেখানে আসবো না তা কি হয়। তাই দ্বিতীয় দিনের মতো আজ মেলায় এসেছি। নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় হয়ে ভালোই লাগছে। এছাড়াও সেমিনারগুলোতে ক্যারিয়ার ডেভেলোপমেন্টের জন্য অনেক আইডিয়া পাওয়া যাচ্ছে।

প্রদর্শনীতে অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে এক্সপেরিয়েন্স জোন। এখান থেকে গুগল বাস, ই-ব্রেইল ছাড়াও ভবিষ্যৎ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা নেওয়া যাবে। থাকছে সেলফি বুথ ও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা, এলইডি স্ক্রিনে মেলার উল্লেখযোগ্য আয়োজন সরাসরি সম্প্রচার ও ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে মেলার সর্বশেষ তথ্য জানার সুবিধা।

উল্লেখ, গত ৯ ফেব্রুয়ারি ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ২৫টি দেশ থেকে আগত ৮৫ তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ, ১২০টি বেসরকারি প্রতিষ্ঠান এবং ১০০টি সরকারি সংস্থার অংশগ্রহণের মধ্য দিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে বিশ্ব-প্রযুক্তির মিলন মেলা।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।