ফাইল ব্যাকআপ সফটওয়্যার কিনলো গুগল


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

ফাইল ব্যাকআপ সফটওয়্যার ওডেসি অধিগ্রহণ করেছে গুগল। এই অ্যাপটির সাহায্যে মূলত স্মার্টফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে ফটো এবং ভিডিও কম্পিউটারে জমা হয়।

স্মার্ট ডিভাইস হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। আর এর ফলে হারিয়ে যায় প্রিয় ছবি কিংবা ভিডিও। কিন্তু ওডেসি স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং ভিডিও ফাইলগুলোর একটি ব্যাকআপ কম্পিউটারে সংরক্ষণ করে।

এর বাইরে এপিআই সুবিধা ব্যবহার করে অন্য অ্যাপের সাথেও ব্যবহার করা যায় ওডেসি। অধিগ্রহণের ব্যাপারে এরই মধ্যে ওডেসি তাদের গ্রাহকদের জানিয়েছে। অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যায়।

তবে গুগল কী পরিমাণ অর্থ ব্যয় করে অ্যাপটিকে অধিগ্রহণ করেছে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।