ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনে আসছেন মাইক্রোসফটের ৬ কর্মকর্তা
ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলন শুরু হচ্ছে ১৯ অক্টোবর বুধবার থেকে । চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এবার এতে স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে মাইক্রোসফট। এ সম্মেলনে আয়োজিত ছয়টি সেমিনারে বক্তব্য দিতে ঢাকায় আসছেন মাইক্রোসফটের উচ্চপদস্থ ছয় কর্মকর্তা।
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশের বাজারকে আরো বেশি গুরুত্ব দিতে মাইক্রোসফট অ্যাসোসিয়েশন এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে। শুধু তা-ই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলের উচ্চপদস্থ মাইক্রোসফট কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত থাকবেন। বিশেষজ্ঞদলের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের প্রযুক্তি খাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
ছয় কর্মকর্তা হলেন- মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের সাউথ এশিয়া নিউ মার্কেটস বিভাগের চিফ অপারেটিং অফিসার রিনা চ্যাই, অ্যাপাকের ডিরেক্টর সেলস লুকাস লু, অ্যাপাকের পাবলিক সেক্টর বিজনেসের আইএমডিএম শ্রীকান্ত কাদম্বি, সাউথইস্ট এশিয়া স্পেশালিস্ট সেলস ডিরেক্টর সঞ্জয় পাটেল, অ্যাপাকের ডিরেক্টর ডাটা ইনসাইটস বিবেক রাভিন্দ্রন এবং অ্যাজিউর অ্যানালিটিক্স ও ডাটা প্ল্যাটফর্মের সেলস ডিরেক্টর অরিজিৎ রায়।
জেডএ/এমএস