আসছে অ্যাপেলের সার্চ ইঞ্জিন


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এর সাথে অ্যাপেলের প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। প্রযুক্তির এই প্রতিযোগিতায় অ্যাপেল নতুন করে করে যুক্ত করতে যাচ্ছে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন।

অ্যাপেল এমন সার্চ ইঞ্জিন তৈরি করতে চাইছেন যার সাহায্যে উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক। গুগলের ওপর নির্ভরতা কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতানুযায়ী গুগল ম্যাপ এবং ইউটিউবকে তাদের ডিফল্ট আইওএস অ্যাপ লিস্ট থেকে সরিয়ে ফেলার জন্যই অ্যাপেল এই নতুন সার্চ ইঞ্জিন তৈরির পদক্ষেপ নিয়েছে। সেজন্য অ্যাপেলের অ্যাপ স্টোরে প্রাধান্য দেওয়া হয়েছে বিং, ইয়াহু এবং উইকিপিডিয়াকে। বর্তমানে যদিও অ্যাপেল গুগলের উপর থেকে তাদের নির্ভরতা অনেকখানি কমিয়ে ফেলেছে, তবে এখনও পর্যন্ত পুরোপুরি স্বনির্ভর হতে পারেনি এই সংস্থাটি। এর আগে ফায়ারফক্সকেও অ্যাপস্টোর থেকে সরিয়ে দিয়েছিল অ্যাপেল।

অ্যাপেলের নতুন এই সার্চ ইঞ্জিন ঠিক কী কী সুবিধা নিয়ে আসছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।