রুয়েটে রোবটের ফ্লাশ মব


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

নবাগত শিক্ষার্থীদের আবিষ্কারে উদ্বুদ্ধ করতে রোবটিক সোসাইটির সদস্যদের উদ্যোগে রোবটের ফ্লাশ মবে মেতেছে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুয়েটের প্রশাসন ভবনের সামনে এ ফ্লাশ মবের আয়োজন করা হয়।
 
রোবটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ড. রোকনুজ্জামানের তত্ত্বাবধানে রুয়েটের ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম বিশ্বাস, শায়বার নাসিফ ও রাজন ভুঁইয়া এই রোবটটি আবিষ্কার করেন।
 
রোবট সম্পর্কে জানতে চাইলে রোবটিক সোসাইটির সাধারণ সম্পাদক ও ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজন ভুঁইয়া জানান, রোবটটি একটি নির্দিষ্ট পথে রং দেখে চলে এবং তা দিক পরিবর্তন করে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।