বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি স্মার্টফোন (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৪:১১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাজারে রয়েছে বিভিন্ন রকম স্মার্টফোন। এর মধ্যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের ফিচার, দাম, নকশা ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে গ্রাহকরা পছন্দের ডিভাইস কেনেন। গ্রাহকের কথা বিবেচনা করেই বিজনেস ইনসাইডার প্রতি মাসে বিশ্বের শীর্ষ স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করে।

মটো এক্স
মটোরোলার স্মার্টফোন মটো এক্স বাজারে আসে গত বছরের সেপ্টেম্বরে। মটো এক্স ডিভাইসটিকে শীর্ষ অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসটির বিশেষ বৈশিষ্ট্য হলো, যে কোনো ধরনের সফটওয়্যার আপডেট অন্যান্য ডিভাইসের চেয়ে দ্রুতগতিতে নিতে পারে। এটি গুগল নেক্সাস সিক্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মটো এক্সের দাম ৫০০ ডলার।

ওয়ানপ্লাস ওয়ান
বড় ডিসপ্লের স্মার্টফোনের মধ্যে অন্যতম ওয়ানপ্লাস ওয়ান। চীনভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ওয়ানপ্লাসের এ ফ্লাগশিপ ডিভাইসটিতে সর্বশেষ অত্যাধুনিক প্রযুক্তি প্রায় সবই রয়েছে। ডিভাইসটি অন্য যে কোনো প্রতিষ্ঠানের ফ্লাগশিপ ডিভাইসকে টেক্কা দিতে সক্ষম বলে দাবি ওয়ানপ্লাসের। ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের ডিভাইসটির দাম ৩০০ ডলার।


নেক্সাস সিক্স
এটি গুগলের সর্বশেষ ফ্লাগশিপ ডিভাইস। নেক্সাস সিক্স স্মার্টফোনই মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপচালিত প্রথম ডিভাইস। গুগলের জন্য ৬ ইঞ্চি ডিসপ্লের এ ডিভাইস তৈরি করেছে মটোরোলা। স্মার্টফোনের সব অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে নেক্সাস সিক্সে। এর দাম ৬৪৯ ডলার।


স্যামসাং গ্যালাক্সি এস ফাইভ
গ্যালাক্সি এস ফাইভ বাজারে উন্মোচনের প্রায় এক বছর পেরিয়ে গেছে। কিন্তু গ্রাহক চাহিদায় এখনো জনপ্রিয় স্যামসাংয়ের এ স্মার্টফোন। অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইসটির অত্যাধুনিক টাচ প্রযুক্তি এবং ফিচারগুলো উল্লেখ করার মতো। এস ফাইভ ওজনে হালকা। ডিভাইসটির বর্তমান মূল্য প্রায় ৬১০ ডলার।


সূত্র: বিজনেস ইনসাইডার


এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।