ফোরজি সরবরাহকারী প্রতিষ্ঠান বেড়েছে ৩৬ শতাংশ


প্রকাশিত: ০৪:০০ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

টেলিযোগাযোগ খাতে উন্নত নেটওয়ার্কের চাহিদা দিন দিন বাড়ছে। টুজি ও থ্রিজির পর বিশ্বব্যাপী ফোরজি নেটওয়ার্ক স্থাপনের হার কয়েক গুণ বেড়েছে। এ কারণে নেটওয়ার্ক অবকাঠামোর যন্ত্রাংশ সরবরাহকারী কোম্পানির সংখ্যাও তাল মিলিয়ে বাড়ছে।

গত বছর বিশ্বব্যাপী ফোরজি নেটওয়ার্ক সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৩৬ শতাংশ বেড়ে ৩৬০টিতে দাঁড়িয়েছে। আর বিভিন্ন শ্রেণীর তরঙ্গের মধ্যে ব্যবহার বেশি বাড়ছে ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায় গ্লোবাল মোবাইল সাপ্লায়ারস অ্যাসোসিয়েশন। খবর পিটিআই।

টেলিকম বিশেষজ্ঞরা জানান, সেলফোনসহ নানা ধরনের মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক ব্যবস্থার মধ্যে রয়েছে যুগপত্ সম্পর্ক। একে অন্যের ওপর নির্ভরশীল। মোবাইল ডিভাইসের ব্যবহার বাড়ার কারণে বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের বাজারে প্রতিযোগিতা বাড়ছে উল্লেখযোগ্য হারে।

বিশেষ করে ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো অঞ্চলে চতুর্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক স্থাপনের প্রবণতা দ্রুত বাড়ছে। এ অঞ্চলগুলোয় উন্নত নেটওয়ার্ক স্থাপনে বেশি আগ্রহী স্থানীয় অপারেটররা। তারা মূলত বিপুল জনসংখ্যার অঞ্চলে ব্যবসার প্রসারে আগ্রহী। স্মার্টফোনের দাম কমে আসতে থাকায় আগের তুলনায় অনেক বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছেন। অনেক অঞ্চলে ব্রডব্যান্ডের পরিবর্তে মোবাইল ইন্টারনেটের ব্যবহারও সহজ। এ ধরনের প্রবণতা অনেক প্রতিষ্ঠানকেই সংশ্লিষ্ট খাতে প্রবেশে উদ্বুদ্ধ করছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ নাগাদ বিশ্বের ৩৬০টি টেলিকম অপারেটর ১২৪টির মতো দেশে ফোরজি সেবা সরবরাহ করছে। ২০১৩ সালের শেষে এ সংখ্যা ছিল ২৬৪টি। বিশ্বব্যাপী যেসব প্রতিষ্ঠান ফোরজি সেবা সরবরাহ করছে, তার ৪৪ শতাংশই ১ হাজার ৮০০ মেগাহার্টজের তরঙ্গ ব্যবহার করছে।

এখানে ভারতের কথা কিছুটা ভিন্ন। দেশটিতে অধিকাংশ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ টুজি নেটওয়ার্ক সরবরাহে ব্যবহার করছে। আর ফোরজিতে ব্যবহার করা হচ্ছে ২ হাজার ৩০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ। উল্লেখ্য, ১ হাজার ৮০০ মেগাহার্টজের তুলনায় ২ হাজার ৩০০ মেগাহার্টজ ব্যান্ডের খরচ কিছু বেশি।

ভারতীয় এয়ারটেল, আইডিয়া সেলুলার, ভোডাফোন ও রিলায়েন্স জিও ইনফোকমের মতো যেসব প্রতিষ্ঠান ভারতে সেবা সরবরাহ করে, তাদের অধিকাংশই ফোরজি সেবা দিতে ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ ব্যবহারের পরিকল্পনা করছে।

বিশ্লেষকদের মতে, ফোরজির ইকোসিস্টেম সময়ের সঙ্গে উন্নত হচ্ছে। আর ফোরজি নেটওয়ার্কের প্রসার মোবাইল ডিভাইস ও অপারেটরদের নেটওয়ার্ক যন্ত্রাংশের ব্যয় কমিয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।