দেশে দেশে আইফোন ৭ এর দাম


প্রকাশিত: ১০:০৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

গত বুধবার আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস বাজারে এসেছে। আর অ্যাপল বরাবরই আইফোন দিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের নজর কাড়ে। নতুন আইফোনের দাম নিয়েও মানুষের মধ্যে রয়েছে প্রবল আগ্রহ। বিশ্বের বিভিন্ন দেশে নতুন এই আইফোনের একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ওই তালিকানুযায়ী দাম পড়বে-
১. যুক্তরাষ্ট্রে ৬৪৯ ডলার।
২. কানাডায় ৮৯৯ কানাডিয়ান ডলার
৩. জাপানে ৭২,৮০০ ইয়েন
৪. সিঙ্গাপুরে ১,০৪৮ সিঙ্গাপুর ডলার
৫. যুক্তরাজ্যে ৫৯৯ পাউন্ড
৬. চীনে ৫,৩৮৮ ইউয়ান
৭. অস্ট্রেলিয়ায় ১,০৭৯ অস্ট্রেলিয়ান ডলার
৮. লুক্সেমবার্গে ৭৪৩ ইউরো
৯. জার্মানিতে ৭৫৯ ইউরো
১০. অস্ট্রিয়ায় ৭৫৯ ইউরো
১১. স্পেনে ৭৬৯ ইউরো
১২. নেদারল্যান্ডসে ৭৬৯ ইউরো
১৩. ফ্রান্সে ৭৬৯ ইউরো
১৪. বেলজিয়ামে ৭৬৯ ইউরো
১৫. পর্তুগালে ৭৭৯ ইউরো
১৬. ফিনল্যান্ডে ৭৭৯ ইউরো
১৭. নিউজিল্যান্ডে ১,১৯৯ ডলার
১৮. ইতালিতে ৭৯৯ ইউরো এবং
১৯. ভারতে ৬০ হাজার রুপি।

এ তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রেই আইফোনের স্থানীয় দাম সবচেয়ে কম। এর পরের স্থানে রয়েছে যথাক্রমে কানাডা ও জাপান। অন্যদিকে দামের দিক দিয়ে শীর্ষে রয়েছে ভারত, তারপর ইতালি।

তবে বাংলাদেশে অ্যাপলের কোনো বৈধ বিক্রেতার সন্ধান পাওয়া যায়নি। অপরদিকে প্রতিবেশি ভারতে বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এই ফোন। সেখানে দাম  ধরা হয়েছে ৬০ হাজার রুপি।

ভারতীয় অ্যাপল থার্ড-পার্টি খুচরা বিক্রেতার মাধ্যমে ডিভাইসটি বিক্রি করবে। বিক্রেতাদের লাভের অংশ ধরিয়ে দিতেই দাম বেশি পড়ছে। এ ছাড়া পণ্য বিক্রির ক্ষেত্রে স্থানীয় বাজারের ট্যাক্স ধরে নিচ্ছে অ্যাপল।  

এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।