মাইক্রোসফট এর পরিবেশক হল স্মার্ট টেকনোলজি


প্রকাশিত: ১০:১২ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

দেশের আইটি পন্য পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. কে মাইক্রোসফট`র ওপেন লাইসেন্সিং প্রোগ্রামের অনুমোদিত পরিবেশক হিসেবে স্বীকৃতি দিয়েছে মাইক্রোসফট।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত মাইক্রোসফট স্মার্ট মিট দ্যা প্রেস অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসকে লিখিত অনুমোদন প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট এর পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হোসাইন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মুজাহিদ আল বেরুনীসহ প্রমুখ।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০১২ সাল হতে আমরা বাংলাদেশ, নেপাল এবং ভুটান মার্কেটে মাইক্রোসফট এর ও.ই.এম এবং এফ.পি.পি পণ্যের সরবরাহকারী হিসেবে কাজ করছি এবং ২০১৩ ও ২০১৪ সালে বেস্ট ডিস্ট্রিবিউটর এওয়ার্ড অর্জন করি। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে মাইক্রোসফট আমাদেরকে ও.এল.পি (ওপেন লাইসেন্সিং প্রোগ্রাম) পণ্য পরিবেশকের স্বীকৃতি দিয়েছে। মাইক্রোসফট এর ওপেন লাইসেন্সিং এর পরিবেশনা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্মার্ট টেকনোলজিস এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. মিরসাদ হোসাইন। তিনি বলেন, এই লাইসেন্সিং প্রোগ্রামের মাধ্যমে দেশের এনজিও, দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল এর মতো অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান সমূহকে উপকৃত করা সম্ভব।

-এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।