উইন্ডোজ সেভেনের আপডেট সেবা বন্ধ


প্রকাশিত: ০৪:১৪ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেনের সফটওয়্যার আপডেট সেবা বন্ধ করল মাইক্রোসফট। এখন থেকে জনপ্রিয় এ সফটওয়্যার-সংশ্লিষ্ট আর কোনো আপডেট সেবা সরবরাহ করবে না প্রতিষ্ঠানটি। খবর টাইমস অব ইন্ডিয়া।

সফটওয়্যার আপডেট বন্ধ করা হলেও ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত নিরাপত্তাজনিত আপডেট সেবা সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাইক্রোসফট। ডেস্কটপ অপারেটিং সিস্টেম এক্সপির পর এবার উইন্ডোজ সেভেনের সেবা বন্ধ করল মার্কিন প্রতিষ্ঠানটি। গত বছরের জুলাইয়ে গ্রাহকের নিরাপত্তার জন্য সতর্কতামূলক এক বিবৃতিতে চলতি বছরের শুরু থেকে উইন্ডোজ সেভেনের সেবা প্রদান বন্ধের বিষয়ে ঘোষণা দেয়া হয়েছিল। আর তারই ধারাবাহিকতায় এবার বন্ধ করা হলো সফটওয়্যার-সংশ্লিষ্ট আপডেট সেবা।

পাঁচ বছরের পুরনো ডেস্কটপ অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেনের পরবর্তী সংস্করণ উইন্ডোজ এইট উন্মুক্ত করা হয় গত বছরের শুরুর দিকে। তবে ক্রমবর্ধমান অপারেটিং সিস্টেমের বাজারে খুব একটা সাড়া ফেলতে পারেনি উইন্ডোজ সেভেনের পরবর্তী সংস্করণটি। এ কারণেই একই বছর উইন্ডোজ টেন আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ বাজারে ছেড়েছে মাইক্রোসফট। এছাড়া ২১ জানুয়ারি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উইন্ডোজ টেন বাজারে উন্মোচন করার ঘোষণা দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন অপারেটিং সিস্টেমটি একযোগে ডেস্কটপ, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে ব্যবহার উপযোগী হবে। ধারণা করা হচ্ছে, আসন্ন উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের বাজার বাড়াতে সেভেনের আপডেট সেবা সরবরাহ বন্ধ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া উইন্ডোজ এইটের সেবা সরবরাহ কবে নাগাদ শেষ হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে।

মাইক্রোসফটের বিবৃতি অনুযায়ী, ২০১৮ সালের ৯ জানুয়ারি পর্যন্ত উইন্ডোজ এইটের সফটওয়্যার আপডেট সেবা সরবরাহ করা হবে। এছাড়া নিরাপত্তাজনিত আপডেট সেবা ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণগুলোর অধিক প্রচলনের জন্য পুরনো অপারেটিং সিস্টেমের সেবা প্রদান বন্ধ করছে মাইক্রোসফট। এছাড়া সংশ্লিষ্ট অপারেটিং সিস্টেমগুলো নিরাপত্তার জন্যও হুমকি বলে উল্লেখ করেন বিশ্লেষকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।