এক চার্জে এক মাস!


প্রকাশিত: ১০:১১ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

এবার মোবাইল ফোন চার্জ দিয়ে ১ মাস নিশ্চিন্তে থাকুন! কি আশ্চর্য হচ্ছেন তো?  আশ্চর্য হবেন না, মাইক্রোম্যাক্সের নতুন স্মার্টফোন এমনই ব্যাটারি ব্যাকআপ দেবে বলে কোম্পানির পক্ষে দাবি করা হয়েছে। মোবাইল প্রস্তুতকারী এই কোম্পানিটির দাবি তাদের নতুন ক্যানভাস হিউ মডেলটিতে তারা এই সুবিধা নিয়ে হাজির হবে।

মাইক্রোম্যাক্সের নতুন এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম  অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ ভার্সানের। এছাড়া এই স্মার্টফোনে আছে 1.3GHz প্রসেসর এবং 1GB RAM। মাইক্রোম্যাক্সের নতুন এই মডেলটি এছাড়া আছে 8MP রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা আছে 2MP। নতুন হিউ মডেলটির ইন্টারন্যাল মেমোরি 8GB ইন্টারন্যাল মেমোরি যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ান যাবে 32GB পর্যন্ত।

এছাড়া এই ফোনে আছে 3000mAh ব্যাটারি৷নতুন এই মডেলে এছাড়া আছে সুপার পাওয়ার সেভিংস মোড। যার সাহায্যেই এই স্মার্টফোনটিতে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে কোম্পানীর তরফে জানান হয়েছে। আর এই স্মার্টফোনটি কিনতে গ্যাজেট প্রেমীদের খরচ করতে হবে ১০,৯৯৯ টাকা।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।