উইন্ডোজ ব্যবসায় স্যামসাং


প্রকাশিত: ০৪:১২ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

অ্যান্ড্রয়েডের পর এবার উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমের দিকে ঝুঁকছে কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। অন্য অনেক প্রতিষ্ঠানের মতো স্যামসাংও উইন্ডোজ ৮.১ চালিত মোবাইল ডিভাইস তৈরি করবে। শিগগিরই প্রতিষ্ঠানটির উইন্ডোজ ফোন বাজারে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। খবর টেকইনভেস্টর নিউজ।

অ্যান্ড্রয়েড বাজারের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান ধরা হয় স্যামসাংকে। গুগলের তৈরি অপারেটিং সিস্টেমটি দিয়ে গুগলের চেয়ে বেশি আয় করেছে কোরীয় প্রতিষ্ঠানটি।

এবার তারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি মাইক্রোসফটের উইন্ডোজ চালিত ডিভাইসও তৈরি করবে। ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের ডিভাইসই আনছে স্যামসাং।

এ বিষয়ে কোরিয়ান টাইমস এক প্রতিবেদনে জানায়, স্যামসাং উচ্চমূল্যের উইন্ডোজ ফোন আনছে না। মাঝারি বা কম দামের উইন্ডোজ ফোন আনতেই কাজ করছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের এক সূত্র এ বিষয়ে জানায়, স্যামসাং উইন্ডোজ ফোন আনতে আগ্রহী। এ কারণে উইন্ডোজ চালিত ফোন নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ ডিভাইস আনতে বড় ধরনের প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে স্যামসাং।

তবে এ ধরনের উদ্যোগ নিতে হলে মাইক্রোসফটের সঙ্গে স্যামসাংয়ের সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। ধারণা করা হচ্ছে, একদিকে স্যামসাং মাইক্রোসফটকে ডিভাইস তৈরির মাধ্যমে সহযোগিতা করবে, অন্যদিকে এ ডিভাইস বিক্রিতে মাইক্রোসফট স্যামসাংকে আর্থিক সুবিধা দিতে পারে।

কিন্তু এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো জানা যায়নি। গত বছর খুব বেশি ভালো যায়নি স্যামসাংয়ের। এ সময়ে প্রতিষ্ঠানটির আয় কমেছে উল্লেখযোগ্য হারে।

গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্যামসাংয়ের মুনাফা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৪ শতাংশ কমেছে। সাম্প্রতিক এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। এতে ২০১৪ সালে প্রতিষ্ঠানটির বার্ষিক মুনাফার পরিমাণ তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকবে বলে মনে করা হচ্ছে। অল্প কয়েক দিনের মধ্যেই গত প্রান্তিকের আয়ের পূর্ণ প্রতিবেদন প্রকাশ করবে কোরীয় প্রতিষ্ঠানটি।

এদিকে গত বছরের তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) স্যামসাংয়ের মুনাফা তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকে মোবাইল ডিভাইস খাত থেকে প্রতিষ্ঠানটির মোট মুনাফার ৬৮ শতাংশ আসে, যা গত বছরের তৃতীয় প্রান্তিকে ৪৪ শতাংশে নেমে আসে। গত প্রান্তিকেও মোবাইল ডিভাইস খাত থেকে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে বলেই ধারণা করা হচ্ছে। মুনাফা কমার পেছনে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রি কমে যাওয়াকেই দায়ী করা হয়।

স্যামসাংয়ের জানানো তথ্যমতে, ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় গত বছরের একই সময়ে ৬০ শতাংশ হারে কমে প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়ায় ৩৮০ কোটি ডলারে। এ সময় প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের মূল্য ২০ শতাংশ হারে কমেছে।

স্যামসাং নিজেদের অপারেটিং সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েডের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে নিজেদের অপারেটিং সিস্টেমের ওপর জোর দিচ্ছে তারা। পরিধেয় প্রযুক্তি পণ্য থেকে শুরু করে মোবাইল ডিভাইস এমনকি স্মার্ট টেলিভিশনেও স্যামসাং তাদের নিজেদের অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।