অ্যাপলের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৮:২২ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

তথ্য গোপন করায় এবার অ্যাপলের বিরুদ্ধে মামলা করলেন দুই গ্রাহক। তাদের দাবি গত সেপ্টেম্বরে আসা আইওএস ৮ ডিভাইস ব্যবহারে কী পরিমাণ মেমোরি ব্যয় হবে, সে বিষয়টি লুকিয়েছিল মার্কিন কোম্পানি অ্যাপল। এতে গ্রাহকরা তাদের ডিভাইসে প্রয়োজনীয় মেমোরি ব্যবহার করতে পারছেন না।

মামলায় আরো বলা হয়, ডিভাইসে মেমোরির অভাবের কারণে অনেক গ্রাহক অ্যাপলের আইক্লাউড স্টোরেজ সিস্টেম ব্যবহারে বাধ্য হচ্ছেন। অর্থের বিনিময়ে সরবরাহ এ সেবার ব্যবহার বাড়াতেই অ্যাপল সাম্প্রতিক অপারেটিং সিস্টেমে কী পরিমাণ মেমোরির প্রয়োজন হবে সে তথ্য লুকিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।