মস্তিষ্ক নিশ্চিন্ত রাখবে অ্যাপস


প্রকাশিত: ১১:০২ এএম, ১২ জুন ২০১৬

নানা চিন্তা মাথায় ঢুকে ঘুমের ব্যাঘাত ঘটনো থেকে বাঁচাতে, ডিপ্রেশনে সহায়তা দিতে এবং নিদ্রাহীনতা কাটাতে সহায়তা করবে একটি অ্যাপস। কানাডার একজন বিজ্ঞানী সম্প্রতি এমনই একটি অ্যাপস তৈরি করেছেন।

চলতি মাসের ১৪ তারিখ কলোরাডোতে SLEEP-2016 শীর্ষক একটি বৈঠকে এই অ্যাপসটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে কানাডার সাইমন ফ্রাসার বিশ্ববিদ্যালের পক্ষ থেকে। তিনি ওই বিশ্ববিদ্যালয়েরই গবেষক।

ইতোমধ্যেই পরীক্ষামূলক ভাবে বিশ্ববিদ্যালয়ের ১৫৪ জন ছাত্রছাত্রীর উপর এই অ্যাপসটি প্রয়োগ করে বেশিরভাগ ক্ষেত্রেই ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। যদিও, মানব মস্তিষ্কের কিছু কিছু বিষয়ের সঙ্গে এখনও খাপ খাওয়াতে পারেনি অ্যাপসটি।

আবিস্কর্তা লুক বিওডোইনের দাবি অল্প সময়ের মধ্যেই এই সমস্যারও সমাধান হবে।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।