ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে অ্যামাজন


প্রকাশিত: ০৩:০৮ এএম, ১০ জুন ২০১৬

বৈশ্বিক প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বাজার ভারত। গত কয়েক বছরে দেশটিতে স্মার্টফোন গ্রাহক বেড়েছে উল্লেখযোগ্য। পাশাপাশি ইন্টারনেট সেবার প্রসার ঘটেছে। বিপুল জনসংখ্যার দেশ ভারতে নিজেদের অবস্থান দৃঢ় করতে আরো ৩০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে মার্কিন ই-কমার্স কোম্পানি অ্যামাজন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোস বিনিয়োগের এ পরিকল্পনার ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি জানান, ভারতের অর্থনীতিতে বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছে অ্যামাজন। দেশটিতে বিনিয়োগের পরিকল্পনা অ্যামাজনের এটাই প্রথম নয়। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি ২০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। সাম্প্রতিক ৩০০ কোটি ডলার বিনিয়োগের মধ্য দিয়ে সব মিলিয়ে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন।

তিনি আরো বলেন, ভারতে এরই মধ্যে আমরা ৪৫ হাজার মানুষের চাকরির সুযোগ তৈরি করেছি। বিনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আরো কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

তবে ভারতে ই-কমার্স বাজারের ক্রমবর্ধমান অগ্রগতি হলেও এখনো বিপুল অঙ্কের বিনিয়োগের জন্য যথেষ্ট পরিপক্ব নয়। কারণ স্থানীয় কোম্পানিগুলোই ভারতের বাজার থেকে নগদ অর্থ তুলতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় অ্যামাজনের বিনিয়োগ পরিকল্পনাকে অপ্রয়োজনীয় মনে করছেন বিশ্লেষকরা।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।