শিশুদের জন্য মোস্তাফা জব্বারের নিজস্ব সফটওয়্যার


প্রকাশিত: ০৯:২২ এএম, ২৭ মে ২০১৬

বিনামূল্যে শিশুদের ডিজিটাল পদ্ধতিতে ইংরেজি বর্ণমালা শেখার সুযোগ করে দিতে সফটওয়্যার তৈরি করেছেন ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার তিনি ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, আপনার শিশু সন্তানের শিক্ষাকে ডিজিটাল করার জন্য স্মার্ট ফোনে বিজয়ের ফ্রি অ্যাপ ডাউনলোড করুন। এরপর তাকে আনন্দের সঙ্গে ডিজিটাল শিক্ষা দিন।

ওই স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন, ‘আমরা কেবল ইংরেজি বর্ণমালার লিঙ্কটি দিলাম। এখানে আপনার শিশু ইংরেজি বর্ণমালা শিখবে। আপনি সেখান থেকে, বাংলা বর্ণমালা, ছড়া, গল্প, বিজয় বাংলা সফটওয়্যার ইত্যাদি পেতে পারেন।’

মোস্তাফা জব্বার আরো লিখেছেন, ‘যদি আপনার সন্তানের শিক্ষাকে ডিজিটাল করতে চান তবে শিশু থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সব বিষয়ের সফটওয়্যার কিনে নিতে পারেন। এ জন্য ফোন করতে হবে ০২-৭১৯৪০০২ নম্বরে।’

স্মার্টফোনের অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই লিংক থেকে- play.google.com/store

আরএম/এমএমজেড/জেএইচ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।