হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৭ এপ্রিল ২০২৫

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসে গান যুক্ত করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। টেক্সট, ইমেজ বা ভিডিও স্ট্যাটাসে এবার ১৫ সেকেন্ডের মিউজিক বা সংগীত যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের আপডেট সেকশনে এই ফিচার রয়েছে। এখান থেকে ফিচার অন করে স্ট্যাটাসে মিউজিক যোগ করতে পারবেন ইউজাররা। ছবি শেয়ার করলে ১৫ সেকেন্ডের, আর ভিডিও শেয়ার করলে ৬০ সেকেন্ডের অডিও যোগ করা যাবে। ব্যবহারকারী তার পছন্দের শিল্পী বা অ্যালবাম থেকে মিউজিক বেছে নিতে পারবেন। স্ট্যাটাসে এই মিউজিক থাকবে ২৪ ঘণ্টা পর্যন্ত।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপ তাদের মিউজিক লাইব্রেরিতে লাখ লাখ গান রয়েছে। তবে এই নতুন ফিচার যোগ করলেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখনো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ নিজে ইউজারদের শেয়ার করা কন্টেন্ট দেখতে পাবে না।

স্ট্যাটাসে মিউজিক যোগ করার পদ্ধতি জেনে নিন-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
>> এবার অ্যাপের নিচে থাকা আপডেটস বাটনে ক্লিক করুন।
>> সেখান থেকে অ্যাড স্ট্যাটাস নির্বাচন করুন।
>> যে টেক্সট, ভয়েস, ছবি, বা ভিডিও যোগ করতে চান সেটি বেছে নিন। চাইলে ক্যামেরা অপশন ব্যবহার করে ছবি বা ভিডিওও ক্যাপচার করাও যাবে।
>> মিডিয়া নির্বাচন করার পর, স্ক্রীনের উপরে থাকা মিউজিক আইকনে ক্লিক করতে হবে।
>> এবার গান বেছে নেওয়ার পালা। ইউজার যে কোনও একটি গান বেছে নিতে পারবেন।
>> পছন্দসই গান নির্বাচন করার পর, “ডান” অপশনে ক্লিক করুন।
>> তারপর নিচের ডান দিকের সবুজ আইকনে ট্যাপ করলেই মিউজিক সহ স্ট্যাটাস আপলোড হয়ে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।