এবার টাইম ট্রাভেল করা যাবে গুগল ম্যাপে

গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব নয়। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ক্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্ব হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।
কিন্তু এখন ১৯২০ সালের পৃথিবীর বিভিন্ন শহরের রাস্তা কেমন ছিল তাও দেখতে পারবেন। এবার টাইম ট্রাভেল বা সময়ভ্রমণের সুযোগ করে দিচ্ছে গুগল। সম্রাট আকবরের শাসনামল থেকেও ঘুরে আসতে পারবেন। দেখে আসতে পারেন বিশ্বযুদ্ধের আগের ইউরোপ কেমন ছিল।
মূলত টেক জায়ান্ট সংস্থাটি এক নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের সাহায্যে অতীত দর্শন করা যাবে। এজন্য আপনাকে গুগল ম্যাপ অথবা গুগল আর্থ খুলতে হবে। আর সেখানে সার্চ করতে হবে লোকেশন। তারপর সেখান থেকে লেয়ার অপশনে গিয়ে টাইম ল্যাপ্স সিলেক্ট করতে হবে। ফলে সেই জায়গাটি অতীতে কেমন ছিল সেই তুলনামূলক ছবি আপনাদের চোখের সামনে ফুটে উঠবে।
এছাড়া গুগল ‘স্ট্রিট ভিউ’ ব্যাপারটাতেও নতুনত্ব এনেছে। সেজন্য গাড়ি ও ট্র্যাকারের তোলা ছবিও সংযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ২৮০ বিলিয়নের বেশি ছবি যোগ করেছে গুগল। ফলে কোনো জায়গা এবার আরও ভালো করে এক্সপ্লোর করা যাবে। ফলে আরও উন্নতমানের ভার্চুয়াল ভ্রমণ অভিজ্ঞতা পাওয়া যাবে।
গন্তব্যে পৌঁছতে গুগল ম্যাপের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। যদিও অনেক সময় নানা ধরনের বিপত্তিও ঘটেছে। গুগল ম্যাপের ওপর ভরসা করে অনেকেই বিপদে পড়েছেন। তবে গুগল তাদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে। ব্যবহারকারীদের ম্যাপ ব্যবহারে যেন আরও মসৃণ হয় সেই চেষ্টাই করছে তারা।
- আরও পড়ুন
- গুগল ম্যাপ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলবেন যেভাবে
- গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করবেন যেভাবে
সূত্র: বিজনেস ইনসাইডার
কেএসকে/জিকেএস