চীনে ইন্টারনেট ব্যবহারকারী ৬৪ কোটি
চীনে ৬৩ কোটি ২০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন বলে দেশটির সরকারি এক সংস্থার বরাত দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে একই সময়ে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমেছে।
চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অন্তত একবার হলেও ইন্টারনেট ব্যবহার করেছেন এমন ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে এক কোটি ৪০ লাখ।
মূলত মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানায় সিএনএনআইসি।
প্রতিষ্ঠানটি জানায়, গত ছয় মাসেই এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫২ কোটি ৭০ লাখ। একই সময়ে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা কমেছে।
সিএনএনআইসি’র তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৭ কোটি ৮০ লাখ, গত ছয় মাসে তা কমে দাঁড়িয়েছে ২৫ কোটি ৭০ লাখে। শতাংশের দিক দিয়ে ৭ দশমিক ৪ শতাংশ।